মন্দিরে হামলায় জড়িতদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের আইনি সহায়তা করবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ শুক্রবার দুপুরে নাসিরনগরে ঘটনাস্থলে গিয়ে সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন এ কথা জানান।
ইউসুফ হোসেনের নেতৃত্বে আইনজীবী সমিতির ১২৫ সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও প্রতিমা ভাঙচুর এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমবেদনা জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ সময় উপস্থিত ছিলেন।
ইউসুফ হোসেন হুমায়ূন সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর কয়েকদিন পর একই এলাকায় আবারও পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।