যশোরে স্কুলছাত্রীকে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423315064.jpg)
যশোর সদর উপজেলার বসুন্দিয়া জগন্নাথপুর গ্রামের একটি বেতবাগান থেকে আজ শনিবার সকালে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুর-চাড়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরাইয়া খাতুনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, সুরাইয়াকে ধর্ষণ ও পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। সুরাইয়ার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে।
জগন্নাথপুর-চাড়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, আজ সকাল ৮টার দিকে জগন্নাথপুরের খাঁ-পাড়ার একটি বেতবাগান থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পাশের একটি পানবরজের শ্রমিকরা লাশটি দেখে স্কুলে খবর দেন। তিনি জানান, সুরাইয়া মেধাবী ছাত্রী ছিল। তার ক্রমিক নম্বর ছিল ৯।
সুরাইয়ার বাবা আকর আলী বলেন, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বেরিয়েছিল সুরাইয়া। জগন্নাথপুর মোগলপাড়া রাস্তা দিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।