‘সমস্যার কার্যকর সমাধান ছাড়া বিশ্বমানের শহর গড়া সম্ভব নয়’
চট্টগ্রামের জলাবদ্ধতা, যানজট, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তাহীনতার কার্যকর সমাধান ছাড়া বিশ্বমানের শহর গড়া সম্ভব নয় বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ‘নগর ভাবনায় যুব সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গবেষণাধর্মী প্রতিষ্ঠান চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ও সিআইইউ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমির কমাডেন্ট ড. সাজিদ হোসেন, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইরশাদ কামাল, ইতিহাসবিদ ড. শামসুল হোসাইন ও ডা. মঈনুল ইসলাম মাহামুদ বক্তব্য দেন।
আলোচনা সভায় উঠে আসে নগরীর বিরাজমান সমস্যা সমাধানের পাশাপাশি পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রসঙ্গ। এ ছাড়া বিনোদনের নাগরিক অভয়ারণ্য গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়। এ ছাড়া উম্মুক্ত খেলার মাঠ তৈরি, নগর জাদুঘর স্থাপন ও পর্যটনকে জনপ্রিয় করে তোলার মতো কর্মকাণ্ডের আহ্বান জানানো হয়।