মন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
‘টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন’ এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে যে মানহানি মামলার আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
এর আগে গত ৮ নভেম্বর এ বিচারকের আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। বিচারক ওই দিন আদেশ না দিয়ে আজ আদেশ দেওয়ার জন্য দিন রেখেছিলেন।
মামলার আরজি থেকে জানা যায়, গত ৭ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন।’ তিনি আরো জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন।
মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়।
বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাঁর মানহানি হয়েছে বলে আদালতে এ মামলাটির আবেদন করেন। বাদী দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ করেন।
সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার পর সমালোচিত হন ছায়েদুল হক।