নীরবতার কারণে হামলা বাড়ছে : সুলতানা কামাল
দেশে সচেতন মানুষের ক্রমাগত নীরবতার কারণেই সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হামলা দিন দিন বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্টের পিস অ্যাম্বাসাডরদের দ্বিতীয় জাতীয় কনভেনশনে সুলতানা কামাল এ কথা বলেন।
যুক্তরাজ্যভিত্তিক ইউকেএইড ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সহযোগিতায় সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল ও সুশীলসমাজের অংশগ্রহণে একটি প্রকল্প বাস্তবায়ন করছে হাঙ্গার প্রজেক্ট।
এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন হলেই সমাজে সাম্প্রদায়িকতা ও সহিংসতা কমে না, এর জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা।