নাসিরনগর পরিদর্শনে রব
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর নেতৃত্বে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে এক সুধী সমাবেশে জাসদ সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো ও প্রতিমা ভাঙচুরের ঘটনার বিচার না হলে শহীদদের রক্ত বৃথা যাবে।’ এ সময় নাসিরনগরের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সমাবেশে জাসদ সভাপতির সঙ্গে কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।