প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সুন্দরবন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত গণভোটের ফল ঘোষণাকালে আনু মুহাম্মদ এই আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে আনু মুহাম্মদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চালানো প্রতীকী গণভোটে সুন্দরবনের কাছাকাছি বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৯০ দশমিক ৪৮ শতাংশ। আর বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ভোট দিয়েছেন ৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী।
জাতীয় কমিটির সদস্য সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ১১১ জন। বাতিল ভোট হয়েছে ১০৩। ১ দশমিক ০১ পারসেন্ট (শতাংশ)। এটা বাতিল। কোনো একটা ভুলটুল, কিছু সমস্যা হয়েছিল। আর রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ৮০৭। ৮ দশমিক ৫১। আমার বিবেচনায় একটু বেশি। কারণ এটা বাস্তব চিত্র নয় এবং আশা করি যে, আগামী এক মাসের মধ্যে এটা আরো কমবে।’
‘সুন্দরবনের পক্ষে হচ্ছে নয় হাজার ১৪৮। ৯০ দশমিক ৪৮ শতাংশ। জলবায়ু সম্মেলন থেকে প্রধানমন্ত্রী ফিরেছেন। আশা করি তিনি তাঁর জলবায়ু সম্মেলনে গিয়েও আরেকটু উপলব্ধি হবে এবং তিনি আর কয়েকদিনের মধ্যেই এই রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে বাংলাদেশকে বড় বিপদ থেকে বাঁচাবেন।’