২০ দলের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হবে : নৌপরিবহনমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423326202.jpg)
রাজনৈতিক কর্মকাণ্ডেরর নামে ২০ দল যা করছে তা অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে সরকারের পতন ঘটানো যাবে না। বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ২০ দলের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটরিয়ামে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় কনভেনশনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ইচ্ছায় এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে।
সমন্বয় পরিষদের পক্ষ থেকে হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বালন ও বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় ঘেরাওসহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার, ঢাকার বিভিন্ন স্থানে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করব। ১১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায়, ঢাকার শাহবাগ চত্বরে সমাবেশ করব এবং সমাবেশের পরে আমরা বিক্ষোভ মিছিল করে আমরা গুলশানের দিকে অগ্রসর হব। ১৬ ফেব্রুয়ারি সোমবার ১১টায় ঢাকার গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন মাঠে সমাবেশ এবং সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে অভিযাত্রা করা হবে।’