আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত
৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, স্টেশনের ভেতর আউটার সিগন্যালের কাছে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। ভোররাতেই উদ্ধারকাজ শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের লোকোশেড ইনচার্জ মিজানুর রহমান জানান, ভোর ৬টায় রিলিফ ট্রেন উদ্ধারকাজ শেষ করে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী নিশীথা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়েছিল। এ ছাড়া বিভিন্ন স্টেশনে সকালের ট্রেনগুলো আটকা পড়ে। এতে প্রচণ্ড গরমে ট্রেনযাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে।