ঝিনাইগাতীতে যেমন হাতির উপদ্রব, তেমনি রাজনীতিতে আছে
দেশের অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে আরো হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশ আরো ভালো থাকত, যদি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়ার চক্রান্ত না থাকত।’
আজ বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে এক পথসভায় দেওয়া বক্তব্যে দলটির একাংশের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
গারো পাহাড়ের পাদদেশের উপজেলা ঝিনাইগাতীতে পাহাড়ি হাতির উপদ্রবের কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘ঝিনাইগাতীতে যেমন হাতির উপদ্রব তেমনি রাজনীতিতেও এ রকম জঙ্গির উপদ্রব আছে। জঙ্গি পশুদের উৎপাত আছে।…হাতির উপদ্রব থেকে বাঁচতে হলে এখানে বেড়া দিতে হচ্ছে, যাতে হাতি না ঢুকতে পারে। মানুষের সঙ্গে হাতি বসবাস করে না। বন্য শুয়োররাও বসবাস করে না। পশুরাও বসবাস করে না। ঠিক তেমনি রাজনীতিতেও আমরা থাকলে জঙ্গিরা থাকবে না।’
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি আরো নিরাপদ হয়ে যাবে। গণতন্ত্রের টুপি পরে জঙ্গিবাদের উৎপাত যারা করে তাদেরকে বাংলাদেশ থেকে বর্জন করতে হবে।
পথসভায় ঝিনাইগাতী-শ্রীবরদী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হকও বক্তব্য দেন।
পরে তথ্যমন্ত্রী ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে রাজশাহী ইউনিভার্সিটি অব টেকনোলজির (রুয়েট) ব্যাচ-৬৭-এর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

কাকন রেজা, শেরপুর