চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলের এই সংঘর্ষে অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিকেল ৪টার দিকে আলাওল হলের মাঠে একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীর সাথে শিবিরের এক কর্মীর কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এরপর উভয় পক্ষই ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত সাতজন আহত হয়। তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সালাহউদ্দিন জানিয়েছেন, নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।