অটোরিকশা ও মাহিন্দ্রকে বাসের ধাক্কা, নিহত ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/24/photo-1432481147.jpg)
রংপুর সদর উপজেলায় হাজীরহাটে যাত্রীবাহী বাস একটি অটোরিকশা ও মাহিন্দ্রকে চাপা দিলে চারজন নিহত হয়। ছবি : এনটিভি
রংপুর সদর উপজেলায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস পর পর একটি সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রকে চাপা দিলে চারজন নিহত হয়। এদের মধ্যে তিনজন নারী বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ রোববার বিকেল ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর সড়কের হাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।