মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবসে র্যালি, সভা

“সকল ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠিত হউক’ এই শ্লোগানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মাগুরায় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাগুরা জেলা মানবাধিকার সংস্থার আয়োজনে ভায়না মোড়স্থ অফিস থেকে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজমুল হকের নেতৃত্বে এই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থার কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে সংস্থার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপপিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম, উপদেষ্টা প্রভাষক আমেনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক মোন্তাসিম বিল্লাহ প্রমুখ। বক্তারা সবার সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত করার আহবান জানান।