অনুষ্ঠান করতে না পেরে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সোমবার সরকারি আয়োজনে শোভাযাত্রা বের করা হয়েছে। তবে প্রশাসনের উদ্যোগে নজরুল মঞ্চ ভেঙে ফেলায় অনুষ্ঠান করতে না পেরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে নজরুল জন্মজয়ন্তীর শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অন্যদিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন স্তরের সংস্কৃতিকর্মীরা। কর্মসূচির উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, ডিসি হিলের নজরুল স্কয়ারের নজরুল মঞ্চটি সংস্কারের নামে জন্মজয়ন্তীর ঠিক আগমুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এ বছর নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে না পারার প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা।
এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘একজন ডিসি নজরুল জন্মজয়ন্তী না করার একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। একজন সরকারি কর্মকর্তার এই উদ্ধত্যপূর্ণ আচরণ আমরা সহ্য করতে পারি না। আমরা প্রতিবাদ জানাই। আমরা এখানে দাঁড়িয়েছি যেহেতু আজকে নজরুলের জন্মজয়ন্তী আমরা করতে পারি নাই।’