সরকারি খরচে বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/31/gov.jpg)
বাংলাদেশ সরকার লোগো
সরকারি খরচে বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহামারি করোনাভাইরাস-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের নানামুখী পদক্ষেপের আওতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।