নওগাঁয় অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
নওগাঁর বাইপাস সড়কের একটি পরিত্যক্ত ইটভাটায় পাওনা টাকার জের ধরে অতুল কুমার (৪০) নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার জানান, গত ২২ মে সকালে শহরের বাইপাস এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সদর থানায় একটি হত্যা মামলা করে তাঁর পরিবার। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত নুর ইসলাম সনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পর তিনি পুলিশকে জানান, নিহত অতুল কুমারের কাছে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে শহর থেকে তাঁর অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দুজন। এরপর তাঁকে মদ পান করান তিনি। একপর্যায়ে রাত ৯টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় তাঁকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়৷ এরপর অটোরিকশা থেকে পাঁচটি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নুর ইসলামের দেওয়া তথ্যে রাব্বি সরদারকে নওগাঁর বদলগাছী উপজেলা থেকে এবং চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর রহমান নামে একজনকে শহরের দয়ালের মোড় বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়সাল বিন আহসান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী, নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওওয়ান) মো. মোবারক হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।