বুদ্ধিজীবী কবরস্থানের লেকে ডুবে নিহত শিশুদের পরিচয় মিলেছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের লেকে ডুবে নিহত দুই শিশুর পরিচয় মিলেছে। তারা দুজনেরই লালবাগ এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। গতকাল শনিবার (৩ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো—লালবাগ এলাকার নবাবগঞ্জ রোডের বাসিন্দা মো. সোহেলের ছেলে মো. আরাফাত (১২) ও মোস্তফা কামাল বাদলের ছেলে তামিম ইসলাম নুর (১১)।
আজ রোবববার দুপুরে দুই শিশুর পরিচয় নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল বিকেল ৫টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা নিজেরাই পোশাক ও জুতা লেকের পাড়ে রেখে গোসল করতে নেমেছিল। সাঁতার না জানার কারণে ডুবে মৃত্যু হয়েছে।’
ওসি আবুল কালাম আরও বলেন, ‘দুজনই স্কুলের শিক্ষার্থী। নিহত আরাফাত স্থানীয় সাহেলা স্কুলের সপ্তম ও তামিম ইসলাম নুর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।’
নিহত তামিমের মা তাসলিমা পারভীন ঝর্ণা গণমাধ্যমে বলেন, ‘আমার ছেলে সব সময় পার্কে খেলত। কিন্তু কী ভাবে এতো দূরে গেল বুঝতে পারছি না। গতকাল শনিবার স্কুল বন্ধ ছিল। বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয়েছিল। এরপর কী হয়েছে বলতে পারছি না।’
তাসলিমা পারভীন ঝর্ণা বলেন, ‘গতকাল রাত হয়ে যাওয়ার পরেও বাসায় না ফেরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে মরদেহ উদ্ধারের তথ্য পাই।’
এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতদের পারিবারের কাছে দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ বুঝিয়ে দেয় থানা পুলিশ।