নড়াইলে বৃদ্ধের গলা-গোপনাঙ্গ কাটা মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে গিয়েছে স্থানীয়রা। ছবি : এনটিভি
নড়াইল সদর উপজেলায় আকবার মুন্সি (৬৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও গোপনাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরদেহের হাত-পা গামছা দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।