পরকীয়ার জেরে রিকশাচালক হত্যা, গ্রেপ্তার ১
ইমন কাজী ও আল আমিন শেখ পেশায় অটোরিকশাচালক। সেই সুবাদে আল আমিনের রাজধানীর কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকার বাড়িতে ইমনের যাতায়াত ছিল। নিয়মিত যাতায়াতের একপর্যায়ে আল আমিনের স্ত্রীর সঙ্গে ইমন পরকিয়া শুরু করে। আল-আমিন বিষয়টি জানতে পারে। এ ঘটনা জানতে পারার পর মনে মনে প্রতিশোধ নেওয়ার ছক আঁটে আল আমিন। ইমনের সঙ্গে তৈরি করেন প্রগাঢ় বন্ধুত্ব। পরে হত্যা করেন ইমনকে। অবশেষে সেই আল-আমিন এখন পুলিশের হাতে বন্দি।
আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের নিজ কার্যালয়ে ওপরের সব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, হত্যার পর ইমনের অটোরিকশাটি গেন্ডারিয়ার গঙ্গা শাহ মাজার এলাকায় ফেলে দেন আল-আমিন। পরদিন অর্থাৎ ৩১ মে সন্ধ্যায় ইমনের মৃতদেহ বস্তায় ভরে কদমতলীর হেনোলাক্স গলির একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে বরিশাল শ্বশুর বাড়ি চলে যান। গতকাল সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।’
গ্রেপ্তার আল-আমিনকে কদমতলী থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবিপ্রধান।