নাটোরে ধানের জাত প্রদর্শনী বাস্তবায়নের লক্ষে ব্রির কর্মশালা
নাটোরে ধানের জাত প্রদর্শনী বাস্তবায়নের লক্ষে ব্রির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জুন) সকালে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইয়াছিন আলীর সভাপতিত্বে কর্মশালায় ব্রির বিজ্ঞানী ড. হারুন অর রশিদ, জেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার তারতম্য অনুযায়ী নতুন জাত উদ্ভাবনের কথা উল্লেখ করে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফজলুল ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে ব্রির বিজ্ঞানীরা নতুন নতুন ধানের জাত উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছেন। উদ্ভাবিত এসব আধুনিক জাত কৃষক পর্যায়ের ছড়িয়ে দিতে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা ও গণমাধ্যমের ভূমিকা সর্বাধিক।
কর্মশালায় নতুন উদ্ভাবিত বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের কথা উল্লেখ কৃষি বিজ্ঞানীরা জানান, এ জাতটি পরীক্ষামূলক আবাদে বিঘাপ্রতি ২২ থেকে ২৭ মণ পর্যন্ত ফলন হয়েছে।
রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান ব্রি-৮৭ ও ব্রি-৯০ জাতের ধান কৃষি ও কৃষকের জন্য সাফল্য বয়ে আনবে। তবে সবার আগে চাষাবাদে পরিপূর্ণ যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় পরিচর্যা, পরিমিত সার ও কীটনাশক প্রয়োগ এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন এই কৃষি বিজ্ঞানী।