পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলবে সেপ্টেম্বরে : রেলমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আগামী আগস্টের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা রেলের ট্রায়েল রান শুরু হবে।
আজ শনিবার (১০ জুন) নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে তিনি লোহাগড়ার কালনা এলাকায় মধুমতি নদীর ওপর নির্মিত রেলসেতু পরিদর্শন করেন।
রেলমন্ত্রী জানান, ভাঙ্গা-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর পর্যন্ত (দ্বিতীয় অংশের) কাজের অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ। ২০২৪ সালের জুন মাসের মধ্যে রেল প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে। এতে অনেক সময় বাঁচবে, রাস্তাও কমে আসবে। ফলে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।
মন্ত্রী বলেন, ‘একটি বৈরি সময়ে আমরা এই প্রকল্পের কাজ করছি। একদিকে, কোভিড, পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে একটি বৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে।’
ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুল আলম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রমুখ।