ফল ব্যবসায়ী হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন
চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ী বাবর আলী (৪৫) হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছ পুলিশ। এ ঘটনার নিহত ব্যবসায়ীর স্ত্রী মহিমার (৪০) স্বীকারোক্তিতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো হাসুয়া ও রক্তমাখা শাড়ি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় দর্শনা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, পারিবারি কলহের জেরে গত বৃহস্পতবিার দিনগত রাত পৌনে ১টায় বাবর আলীর সঙ্গে স্ত্রী মহিমারর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবর আলীর কাছে থাকা ধারালো হাসুয়া স্ত্রী মহিমা কেড়ে নিয়ে স্বামীর গলায় কোপ মারেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্ষক্ষরণে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার নিহতের স্ত্রী মহিমার স্বীকারোক্তিতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো হাসুয়া ও রক্ত মাখা শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই সাবের আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আমান, পরিদর্শক (অপারেশন) নীবর হোসেন ও সেকেন্ড অফিসার আহমেদ আলী।