সুষ্ঠু নির্বাচনের জন্যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহায়ক হবে : জি এম কাদের
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহায়ক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ সোমবার (১২ জুন) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সমর্থন করি। এতে যা বলা হয়েছে, তা দেশ ও জনগণের পক্ষে যায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে; যারা এতে বাধা দেবে, তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে না।’
‘বাংলাদেশে এখন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি চলছে’ মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে অনেক জিনিস শ্রীলঙ্কার মানুষ আমাদের চেয়ে কম দামে কিনতে পারছে। আমাদের রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে ও আমাদানি কমেছে। সব মিলিয়ে আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্ন, আবুল কাশেম ও মোজাম্মেল হক প্রমুখ।