তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন ফিরবে না : নানক
দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। একইসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন নানাভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার (১৪ জুন) সন্ধ্যায় সিলেটের একটি হোটেলের মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন নানক।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর। কিন্তু, নির্বাচনে আসার সাহস দেখাতে পারছে না। সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল-খুলনায় জনগণ যে রায় দিয়েছেন তা উপলব্ধি করুন। মানুষ আমাদের সঙ্গেই আছে। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এ দেশে আর কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।’
নানক বলেন, ‘বরিশাল ও খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। আসন্ন সিলেট সিটি নির্বাচনেও তাই হবে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই তার মতো যোগ্যতা রাখেন না। তবে, এটা ভেবে বসে থাকলে চলবে না। আওয়ামী বিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত।’
এ সময় নানক সিলেটের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশ দেন।