রৌমারীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে উপজেলার বড়াইকান্দি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে ৩১ দফা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতোমধ্যে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দফাগুলোর মাধ্যমে প্রশাসনিক কাঠামো সংস্কার, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমতা প্রতিষ্ঠা, স্থানীয় সরকারের ক্ষমতায়নসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে।
লিফলেট বিতরণকালে মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, দেশ আজ এক অচলাবস্থার মধ্যে রয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রব্যবস্থা জর্জরিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির বার্তা।
মাঠপর্যায়ে কর্মীদের সক্রিয়তা, বড়াইকান্দি বাজারে লিফলেট বিতরণের সময় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা দোকানপাট ও বাজারের মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফার তাৎপর্য ব্যাখ্যা করেন। কর্মীদের উচ্ছ্বাস ও জনসাধারণের আগ্রহ প্রমাণ করে—এ আন্দোলন মাঠপর্যায়ে প্রাণবন্ত হয়ে উঠছে।
বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও বিরোধী দলের সাংগঠনিক সংকটের প্রেক্ষাপটে এই লিফলেট বিতরণ কর্মসূচি তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিএনপি আবারও জনমুখী আন্দোলনের কৌশল বেছে নিয়েছে। সরাসরি জনগণের কাছে গিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে দলটি নতুন বার্তা দিতে চাইছে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের তৃণমূল কার্যক্রমের ফলে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি আরও সুসংগঠিত হতে পারে বলে জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন।
রৌমারীতে বিএনপির লিফলেট বিতরণ শুধু একটি প্রচার কার্যক্রম নয়; বরং এটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনের এক বিশালতা এবং তাৎপর্য গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়াতে ও রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শৌলমারী সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনু। শৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খুশি, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সাজ্জাদুল হক সুজন (যুগ্ম আহ্বায়ক, রৌমারী উপজেলা যুবদল) উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন রানা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ আরও অনেকে।