পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/23/senaaprdhaan-chbi.jpg)
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : আইএসপিআর
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি আজ শুক্রবার (২৩ জুন) দেশটিতে গেছেন। সৌদি যাওয়ার সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ পালন ও মহান আল্লাহ যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য সেনাপ্রধান সবার কাছে দোয়া চেয়েছেন। পবিত্র হজ পালন শেষে তিনি আগামী ৩ জুলাই দেশে ফিরে আসবেন।