ফেসবুক লাইভে এসে যা বললেন সেই আরাভ খান
দুবাইয়ে সোনার দোকান চালু করে আলোচনায় আসেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান। পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাই গেছেন। তবে, কীভাবে সেখানে সোনার দোকান চালু করেন এ নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এরপরেই সরকারের হস্তক্ষেপে এই আসামির বিরুদ্ধে রেড় অ্যালার্ট জারি করে ইন্টারপোল।
এরপর থেকে হদিস পাওয়া যাচ্ছিল না আরাভ খানের। তবে, চলতি মাসে ফের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্রিয় হয়েছেন তিনি। আজ শুক্রবার (২৩ জুন) রাত ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। যদিও সেটি রেকর্ডেট বলে দেখা যায়। এ সময় দুবাইয়ের বুর্জ খলিফায় নিজের দোকানে দেখা যায় হত্যা মামলার এই আসামিকে।
ফেসবুকের ভিডিওটিতে আরাভ ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিজের দোকানে দেওয়া নানা ছাড়ের কথা জানান। ১২ মিনিট ৫৮ সেকেন্ডের ওই লাইভে আরাভ খান বলেন, ‘আজকে আসলাম ঈদ অফারের জন্য। আমার যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন, তারা আসবেন আরাভ জুয়েলার্সে। ঈদ অফার দিয়েছি আমি প্রবাসী ভাইদের জন্য, শুধু বাংলাদেশি ভাইদের জন্য। এটা অন্য কোনো কান্ট্রির (দেশ) জন্য না। শুধু একমাত্র বাংলাদেশি ভাইদের জন্য।’
হত্যা মামলার এই আসামি বলেন, ‘ঈদ অফার, এখানে যে মেকিং চার্জ (তৈরি বাবদ খরচ) আছে, প্রবাসী ভাইয়েরা যখন গোল্ড (সোনা) কিনে, ধরেন দুই হাজার দিহরামের (দুবাইয়ের মুদ্রা) গোল্ড কিনলে ৪০০ থেকে ৫০০ দিহরাম শুধু মেকিং চার্জই আসে। তো আপনারা আসবেন ঈদের জন্য আমি মেকিং চার্জ হাফ করে দিচ্ছি। গোল্ডেও যতটুকু পারব আমি ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার চেষ্টা করব এবং পিউরিটি, আমি যতই গোল্ড রাখছি সম্পূর্ণ সিঙ্গাপুরের। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের অনেক জায়গার আরও অনেক নতুন মাল (সোনা) আসতেছে। যারা ট্রেড বা বাইসেল করতে চান তারাও পারবেন।’
ওই ভিডিওতে আরাভ খান আরও বলেন, ‘ঈদের পরেই ইন্টারপোল থেকে পাসপোর্ট ফেরত পাব। এরপরেই সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েতে যাব। প্রবাসী ভাইয়েরা, বিপদে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থাকব।’