দেশ ও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে : পাপন
১৯৭১ পরবর্তী সময়ের মতো দেশ ও দেশের স্বাধীনতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই দেশপ্রেমকি জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ রোববার (২৫ জুন) দুপুরে ভৈরবে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন এই আহ্বান জানান।
নাজমুল হাসান পাপন বলেন, একটি সুপ্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্রপ্রায় জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে ওই সময়ের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিজের দেশে ফিরে আসায় বাধা দিয়েছিল। যারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে দেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল। যারা বারবার শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় হামলা চালিয়েছে-সেই তারাই আজ আবার ঐক্যবদ্ধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নস্যাত করতে চায়। বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চায়। কী দোষ ছিল সেদিন বঙ্গবন্ধুর? কেন তাঁকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল? এর উত্তরে শুধু এটাই বলা যায়, তিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন। এই দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আজকে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই দোষ। তিনি তাঁর বাবার সোনার বাংলাকে বাস্তবায়িত করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। এই দেশের মানুষের জীবন-মানকে উন্নত করতে মেধা-মনন ব্যয় করে যাচ্ছেন। আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। তাই দেশে থাকা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির আর তাদের দোসর এবং তাদের বিদেশি প্রভুরা দেশের এই অগ্রযাত্রাকে রুখে দিতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। শেখ হাসিনাকে সরিয়ে দিতে নানা ফন্দি-ফিকির করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় তাই সব দেশপ্রেমিক মানুষকে সজাগ থাকতে হবে।’
পাপন এ সময় আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ভৈরব-কুলিয়ারচরে কম করে হলেও দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আরও হবে। আপনারা যা যা দাবি করছেন, সব পূরণ হয়েছে। আরও হবে। কিন্তু তারা কী করেছে? তাদের আমলে তেমন কিছুই তো হয়নি। তাই আপনাদের প্রতি আহ্বান, বিএনপির ধোকাবাজিতে পড়বেন না। এলাকার উন্নয়ন আর দেশের মঙ্গলের জন্য আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হোন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে কেউ টলাতে পারবে না, ইনশা আল্লাহ।
উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলরুমে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বেক্সিমকো ফার্মার পরিচালক রোকসানা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতির সাবেক একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হতদরিদ্রদের মধ্যে অটোরিকশা, সেলাই মেশিন, গরু, রিকশা-ভ্যান, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, যুব উন্নয়ন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতা, ও সহজ শর্তে ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের চেক বিতরণ করেন।