কংস নদে মিলল তিন নিখোঁজের একজনের মরদেহ
নেত্রকোনার পূর্বধলায় নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার ১৫ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে এই মরদেহ উদ্ধার হলো। ঘটনাস্থলের আড়াই কিলোমিটার দূরে ডেউটুকুন ফেরিঘাটের জেলেদের জালে উঠে আসে মরদেহটি।
উদ্ধার হওয়া কিশোর মাহাবুব (১২) ডেওটুকুন গ্রামের রেনু মিয়া ছেলে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হচ্ছেন ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে সোহেল (২১)।
গতকাল বিকেল সাড়ে ৫টায় জামধলা বাজার সংলগ্ন মুচারবাড়ি ফেরিঘাটে নৌকা দিয়ে কংস নদ পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় সাঁতরিয়ে অন্যরা তীরে উঠতে পারলেও নৌকার তিন আরোহী নিখোঁজ হন।
পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেননি।
ফায়ার সার্ভিসের পূর্বধলা উপজেলার টিম লিডার আবু সাইদ জানান, আজ সকালে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসেছে। উদ্ধার অভিযান চালছে। নিখোঁজ অপর দুজন উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।