বিদেশিদের আগে নিজেদের দিকে তাকানো উচিত : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, ‘বিদেশিদের উচিত আগে নিজেদের দিকে তাকানো। আয়নায় নিজেদের চেহারা আগে দেখা উচিত।’
আজ শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপলমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জনগণের অংশগ্রহণের দিক থেকে উন্নত দেশের থেকে আমাদের দেশ এগিয়ে রয়েছে। আমাদের দেশে ৭০ ভাগ মানুষ ভোট দেয়। আমরা অন্যদের পিড়াপিড়িতে নয়, নিজেদের তাগিদেই ভালো নির্বাচন করতে চাই। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
আমেরিকায় সন্ত্রাসী দল নির্বাচন করতে পারে না উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমাদের দেশে সন্ত্রাসী দল থাকতে পারে, তারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না। গ্রহণযোগ্যতা কমবে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দু-একটি বাদে সব কয়টি স্বচ্ছ নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে, স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল-মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।’
মোমেন বলেন, ‘আমাদের রন্ধ্রে-রন্ধ্রে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে। পৃথিবীর কোনো দেশে এত মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি। বিদেশিদের এটা জানা উচিত।’