ভয় দেখিয়ে লাভ নেই, টাকাপয়সা নিয়ে আস : যুক্তরাষ্ট্রকে মোমেন
এ অঞ্চলে চীনকে আটকাতে হলে হুমকি ও ভয় দেখানো বাদ দিয়ে টাকাপয়সা নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “চীনকে আটকানোর জন্য আমি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে টাকাপয়সা খরচ করার পরামর্শ দিয়েছি। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোকেও একই কথা বলেছি।”
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ওয়াশিংটনে গত ২৭ সেপ্টেম্বর জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ড. মোমেন বলেন, “আমি জ্যাক সুলিভানকে বললাম- আপনাদের খালি উপদেশ, হুকুম আর ভয়, এগুলো দিয়ে চীনকে আটকান যাবে না। এটি করতে হলে টাকাপয়সা নিয়ে আসেন। উনি আমাকে বললেন, তারা বিষয়টি অনুধাবন করেন।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা বড়লোক দেশগুলোকে বলেছি তোমরা যদি চীনকে আটকে রাখতে চাও, তবে শুধু আদেশ ও সতর্কতা দিয়ে লাভ হবে না। আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না বা উপদেশ দিয়ে লাভ হবে না। তোমরা যদি চীনকে আটকাতে চাও, তবে সঙ্গে কিছু টাকাপয়সা নিয়ে আসবে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীন থেকে আমরা ঋণ নিয়েছি মাত্র ৪০০ কোটি ডলার। এটি আমাদের জিডিপির এক শতাংশ। অথচ ফলাও করে কিছু পণ্ডিত বলেন, বাংলাদেশ চীনের লেজুড় হয়ে গেছে।”