খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সম্মিলিতভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত হওয়া যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায় পৌঁছান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে যোগ দেন। পরে গতকাল বিকেলে চীন থেকে আসা অন্য বিশেষজ্ঞ দলটিও বোর্ডের সঙ্গে কাজ শুরু করে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে চীন থেকে চারজন চিকিৎসক আসেন। তারা হলেন—চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি এবং ম্যাং হং ও। এছাড়া চিকিৎসায় নিয়োজিত রয়েছেন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। গত ১ ডিসেম্বর এই মেডিকেল বোর্ডের সহায়তায় ঢাকায় আসেন চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন।’ শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আগের মতোই। উন্নতি-অবনতি কোনোটাই বলা যাচ্ছে না।’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক (পেজ চিফ অ্যাডভাইজর জিওবি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে তাঁর জন্য দোয়ার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও নিজ নিজ ধর্মের রীতি ও আচার অনুযায়ী তাঁর জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে।
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টার পরপর প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা রাখি, দোয়া করি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।’
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান।
খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত রোববার (২৩ নভেম্বর) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সর্বক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগে সমন্বয় করছেন।

নিজস্ব প্রতিবেদক