শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ
শব্দ দূষণের দায়ে ছয়টি যানবাহনকে ২৯ হাজার টাকা জরিমানা ও আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১০ জুন) সাভারের গেন্ডা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সাভার কৃষি মার্কেট সংলগ্ন এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এ ছাড়া আড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকত আলীর ‘ব্যাটারিচালিত রিকশার গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ গ্যারেজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রতীক ইসলাম, পরিদর্শক ফাতেমা-তুজ-জোহরা ও ল্যাব এটেনডেন্ট সবুজ হোসেন উপস্থিত থেকে সার্বিক সহায়তা দেন।