ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/11/south-ctg-pic_b.jpg)
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে ‘নতুন পাগল ভাত পাচ্ছে না, পুরান পাগলের আগমন’ বলায় বজলুল হক (৬২) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বজলুল হক একই এলাকার মৃত বশিরুল হকের ছেলে। ঘটনার ৩০ মিনিট পর অভিযুক্ত নুরুল আজিজ সিকদারকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়িও গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদিরপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে চা খাচ্ছিলেন বজলুল হকসহ কয়েকজন ব্যক্তি। কিছুক্ষণ পর ওই হোটেলে আসেন নুরুল আজিজ সিকদার। এ সময় নুরুল আজিজ উচ্চস্বরে কথা বলতে থাকেন। তখন বজলুল হক তাঁকে উচ্চস্বরে কথা বলতে বারণ করেন। এর পরও উচ্চস্বরে কথা বলায় বজলুল হক আজিজকে ‘নতুন পাগল ভাত পাচ্ছে না, পুরান পাগলের আগমন’ বলে হাসিঠাট্টা করেন। এতে আজিজ ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানের ক্যাশ বাক্সে থাকা ছুরি নিয়ে বজলুল হকের পেটে ছুরিকাঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাঁকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘নুরুল আজিজ সিকদারকে ঘটনার আধা ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বজলুল হকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।