বিএনপির সমাবেশ ঘিরে লোকারণ্য নয়াপল্টন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ উপলক্ষে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। মুহুর্মুহু স্লোগানে কম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। আজ বুধবার (১২ জুলাই) দুপুরের এই সমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা আসতে পারে।
এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার আগেই লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন।
সরেজমিনে দেখা গেছে, কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।
ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
সমাবেশ সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।