এক দফা কর্মসূচি ঘোষণা ১২ দলের
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।
আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ১২ দলীয় জোট এ ঘোষণা দেয়।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘দাবি আদায়ের জন্য ১৮ জুলাই ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা হবে। ঢাকায় এ পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। পরদিন ১৯ জুলাই ঢাকায় একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে তারাও সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করছেন। বর্তমান বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস, কল্যান পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু, বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুল গনি, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।