পদযাত্রায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ১২২৭
সরকারের পদত্যাগের এক দফার পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে মিরপুর বাঙলা কলেজ এলাকায় বিএনপির সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা করেছে। মামলা দুটিতে ২২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে এক হাজার জনের মতো। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দারুস সালাম থানায় করা এ মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ১৮ জনকেই আদালতে পাঠানো হয়েছে। এ ১৮ জনের সবাই মিরপুর এলাকার বিএনপির নেতাকর্মী।’
মফিজুর রহমান পলাশ বলেন, ‘রুবেল হোসেন নামে এক শিক্ষার্থীর করা একটি মামলায় ১২০ জনের নাম ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। যেখানে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রতনসহ ১২০ জনের নাম রয়েছে। মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা যখন বাঙলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন রুবেল হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ কারণে তিনি মামলাটি করেছেন।’
মফিজুর রহমান পলাশ আরও বলেন, ‘আরেক মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ। যেখানে ১০৭ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কলেজে হামলার অভিযোগ আনা হয়েছে এ মামলায়। গ্রেপ্তার ১৮ জনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আমরা আরও তদন্ত করছি।’ এ ঘটনায় যাদের শনাক্ত করা হবে, তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিএনপির সিনিয়র নেতারা তাদের শান্ত করে ঘটনাস্থল ত্যাগ করে।