বিএনপি-পুলিশ সংঘর্ষ : কিশোরগঞ্জে ১৯ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত ৭০
কিশোরগঞ্জে গতকাল বুধবার বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এই ঘটনায় বিএনপির ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। সদর মডেল পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান গতকাল বুধবার সকালে বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার পরদির্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া তথ্য নিশ্চিত করে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তবে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
মামলায় নাম উল্লেখ আসামিদের মধ্যে আছেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জমামন পার্নেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব ও রাফিউল আলম নওশাদ প্রমুখ।
গতকাল সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৭ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। এ ছাড়া ১০ জন পুলিশ ও দুজন সাংবাদিকও আহত হয়েছেন।