কলেছাত্রীকে হত্যা, প্রেমিকের স্বীকারোক্তি
রাজধানীর সূত্রাপুরে আফসানা আক্তার শিপা (২১) নামের এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রেমিক সৈকত সরকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এই জবানবন্দি দেন। এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক(এসআই) ফিরোজ আলী আসামি সৈকততে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক সৈকতের জবানবন্দি রেকর্ড করেন।
এ ঘটনায় শিপার বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।
এজাহারে থেকে জানা গেছে, আসামির সঙ্গে বাদীর মেয়ে আফসানা আক্তার শিফার দু’তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ধর্মীয় ভিন্নতা থাকায় বাদী তাদের সম্পর্ক মেনে নেইনি। আসামি সৈকত বাদীর মেয়েকে প্ররোচিত করে বিভিন্ন সময় তার সঙ্গে বিভিন্ন স্থানে দেখা করত। এ বিষয়ে বাদী তাহার মেয়েকে বিভিন্নভাবে সতর্ক করত। কিন্তু ঘটনার দিন বাদীর মেয়ে কোচিং করার জন্য লক্ষ্মীবাজারের উদ্দেশ্যে বের হয়। সে সময় আসামি সৈকত বাদীর মেয়েকে প্ররোচিত করে পূর্বপরিকল্পিতভাবে তার বাসায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।