নৌবাহিনী প্রধানের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এ সময় করুণ সুর বাজানো হয় বিউগলে।
পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট এবং নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী নাদিয়া সুলতানা জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।
এরপর পবিত্র সুরা ফাতেহা পাঠ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নৌবাহিনী প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার আদি পৈত্রিক বাড়ি, সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। এরপর তিনি জাতির পিতার সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।