সংস্কৃতিবিহীন মানুষ শেকড় ছাড়া নায়ের মতো : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের দেশটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে যে গতি তার চাইতে অসম্ভব বেশি। সংস্কৃতি মানুষের জীবন যাপনের সবকিছু ধারণ করে। সংস্কৃতিবিহীন মানুষ শেকড় ছাড়া নায়ের মতন। তাই আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে।’
গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলার শিল্পকলা গুণীজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে স্মার্ট ফোনের পরে কত রকম প্রযুক্তি চলে আসছে। আজকের প্রজন্ম এ প্রযুক্তিতেই অভ্যস্ত। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। এখনকার বিশ্বের সঙ্গে চলতে হলে প্রযুক্তি ব্যবহারের অভ্যস্ত থাকতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ইতিহাস, ঐতিহ্যের গভীরতাকে ধারণ করতে না পারলে আমরা শেকড় ছাড়া মানুষ হব। একজন শিক্ষার্থী আনন্দ নিয়ে শিখবে। তার মধ্যে যত সম্ভাবনা আছে তাকে বিকশিত করার জন্য আমরা করে দিব। তখন সে মানুষ হবে। আমাদের প্রাচীন গুরুরাও মানুষ হওয়ার শিক্ষা দিতেন।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান।
সাংবাদিক এম. আর ইসলাম বাবুর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।
গুণীজন সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সৃজনশীল সংগঠক হিসেবে সম্মাননাপ্রাপ্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সঙ্গীতে সম্মাননাপ্রাপ্ত রফিক আহমেদ মিন্টু, সৃজনশীল সংগঠক হিসেবে সম্মাননাপ্রাপ্ত ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
সবশেষে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৪ গুণী ব্যক্তিকে সম্মাননাপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী।