সীমানা প্রাচীর ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত
গাজীপুরে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর চারজন। আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গী শিল্পনগরীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ড্রেনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন—স্থানীয় গোপালপুর এলাকার সবুজ (৩৫), ময়মনসিংহ জেলার নান্দাইলের পরিতলা এলাকার আবকুল (৩৫) ও একই এলাকার সুলতান (৫০)। আহতরা হলেন—স্থানীয় গোপালপুর এলাকার মাহতাব (৭০), জামাল (৩৫) ও নয়ন (২৪)।
ড্রেন নির্মাণ কাজে অংশ নেওয়া এক শ্রমিক জানান, কোনো রকম প্রটেকশন ছাড়াই বাড়ির বাউন্ডারি ওয়ালঘেঁষে গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ করার জন্য ঠিকাদার চাপাচাপি করে এবং দ্রুত মাটি কাটার কাজ শেষ করতে বলেন। এই মাটি কাটার কাজ করার সময় হঠাৎ করেই পাশের বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ শ্রমিকদের উপর পড়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, তাঁরা দেয়াল ধসে পড়ার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। এ সময় মোট সাতজনকে দেওয়াল চাপা থেকে উদ্ধার করা হলে তিনজন মারা যান। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা দুই ঘণ্টা এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।