ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আট মাস পর ট্রেন চলাচল শুরু
দীর্ঘ আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে এবার স্বস্তি মিলেছে যাত্রী সাধারণের। তবে, একটি ট্রেন চালু হওয়ায় অফিসগামী যাত্রীরা বিপাকে পড়তে পারেন। তাদের দাবি, আগের শিডিউল চালু এবং আরেকটি ট্রেন যুক্ত করার হোক।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর রেলপথ চালু করার জন্য গেন্ডারিয়া সেকশন ডুয়েল গেজ কাজের উন্নয়নের জন্য আট মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। পর্যায়ক্রমে ট্রেনের শিডিউল পরিবর্তন ও যাত্রীদের সুবিধার্থে ট্রেন আরও বাড়ানো হবে।
রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকারের ফাস্ট ট্র্যাকযুক্ত প্রকল্প পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণকাজ চলমান থাকায় এবং কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়। অবশেষে রাস্তায় যানজট থেকে যাত্রীদের দুর্ভোগ শেষ হতে যাচ্ছে। আজ থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ দীর্ঘ ১৭ কিলোমিটার ৪০ মিনিটে সহজে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। কমিউটার ট্রেনটিতে লাইট, ফ্যান ও বাথরুমের সুব্যবস্থা রয়েছে। লোকাল ট্রেন থেকে কমিউটার ট্রেন চালু করায় ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।’