বিশ্বকবির প্রয়াণ দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাজাহান আলী, বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিদ্ধার্থ রায়, লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কারশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা।
পরে সংগীত বিভাগের আয়োজনে মনোজ্ঞ রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়।