ফরিদপুরে ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর পলাতক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/16/phridpur.jpg)
ফরিদপুরে জমি ও টাকা নিয়ে বিরোধের জেরে মাজেদা পারভিন (৪৩) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর আব্দুর রবের (৭০) বিরুদ্ধে। এরপর থেকে পলাতক রয়েছেন দেবর। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাতে শহরের কমলাপুর লালের মোড় এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ফরিদপুর পৌর সভার ২২নং ওয়ার্ডের কমলাপুর লালের মোড় এলাকার রাজা মিয়া তার স্ত্রী মাজেদা পারভিনকে (৪৩) নিয়ে বাস করতেন। রাজা মিয়ার সঙ্গেই বাস করতেন তার মেঝ ভাই আব্দুর রব (৭০)। বসতবাড়ির জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল তাদের। কিছুদিন আগে আব্দুর রবকে জমির জন্য কিছু টাকা দেওয়ার কথা ছিল। রাজা মিয়া টাকাও পরিশোধ করে দেন। কিন্তু, তারপরেও মঙ্গলবার বিকেলে রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনের কাছে আবারও টাকা চান আব্দুর রব। মাজেদা পারভিন তাকে বলেন, টাকা পরিশোধ হয়ে গেছে। এ কথা শুনেই আব্দুর রব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ভাবি মাজেদা পারভিনকে। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন দেবর। খুনিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি ও টাকা নিয়ে ঝগড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’