পুরান ঢাকার তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। প্রতিদিন হাজারও মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে মারা যাচ্ছেন। এমন বাস্তবতায় পুরান ঢাকার তিনটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার (১৬ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ডিএসসিসি মালিকানাধীন নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, চকবাজারের মহানগর শিশু হাসপাতাল, নাজিরা বাজার মাতৃসদনে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু করবেন। এতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন নাগরিকেরা।