আওয়ামী লীগ হলো গুমের প্রতীক : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই দেশে যদি গুমের প্রতীক হয়ে থাকে, সেটি হলো আওয়ামী লীগ।’ আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বহিষ্কারের বিষয়ে প্রশ্ন তোলেন। মৃত্যুর সংবাদে ইন্না লিল্লাহ এর পরিবর্তে জয় বাংলা বলতে হবে কি-না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে প্রশ্ন ছোড়েন তিনি।
প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রীর আরেকটি প্রতিহিংসার জায়গা বিএনপি এবং জিয়া পরিবার। গতকাল তিনি যে সমস্ত কথা বলেছেন সেটা কি একজন প্রধানমন্ত্রী বলতে পারে? জিয়া পরিবার নিয়ে বলেছেন, বিএনপিকে নিয়ে বলেছেন। আমি অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই দেশে যদি গুমের প্রতীক হয়ে থাকে, সেটি হলো আওয়ামী লীগ। খুন, অপহরণ ও ক্রসফায়ারের প্রতীক আওয়ামী লীগ। গুম, খুন, অপহরণের জন্য একমাত্র দায় আওয়ামী লীগের।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা, আপনার হাতে থাকা মিডিয়া, আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু ব্যবহার করেছেন গণতন্ত্রের পক্ষের কর্মীদের বিরুদ্ধে। কিন্তু, এগুলো করে কোনো লাভ হবে না। আপনার সিংহাসন থাকবে না। জগণনের উত্তাল আন্দোলনের মাধ্যমে আপনার পতন অনিবার্য।’
বিএনপির জ্যৈষ্ঠ এই নেতা বলেন, ‘সংবাদ মাধ্যমে দেখছি, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এটা পড়ার কারণে দলটির অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমার কথা হলো, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি, আমাদের ধর্মের একটি বিষয় আছে, এটি একটি কালচার। কারও মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এটি পড়ার কারণে এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি কি সাঈদীর জন্য ইন্না লিল্লাহ পড়াতে বহিষ্কার করলেন? তাহলে কি ইন্না লিল্লাহর পরিবর্তে জয় বাংলা বলতে হবে? এইটা একটা বড় প্রশ্ন, জয় বাংলা বলেনি বলে বহিষ্কার করলে।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী উনি অনেক কিছুই পছন্দ করেন। কিন্তু, তার বিভিন্ন কর্মকাণ্ডে আমার মনে হয়, তিনি ইসলামের কথা উনি পছন্দ করেন না।’