ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ হৃদয় হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ আগস্ট) রাতে উপজেলার সরই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সরই এলাকায় মাদকের কারবার চলছিল। খবর পেয়ে অভিযান চালায় ডিবি। এ সময় হৃদয় হাওলাদারকে তল্লাশি করে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় নলছিটির ডেবরা গ্রামের বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘ডিবি অভিযান চালিয়ে হৃদয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করে। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।’