পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/25/laksmipur-news.jpg)
লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ফাইল ছবি
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ৫টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা ও রাহিম লাহারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের সন্তান।
নিহত ভাইবোনের বাবা আনোয়ারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিশু রাহিম বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ফারজানাও পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। তাদের আমরা মৃত পেয়েছি। মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।’