বেনাপোলে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
যশোরের বেনাপোলে রেশমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুস সালামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ৩৫ বছর বয়সী আব্দুস সালাম পলাতক আছেন। গতকাল শনিবার (২৬ আগস্ট) দিনগত রাতে বন্দর থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা খাতুন আব্দুস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। প্রতিদিনের মতো শনিবার দিনগত রাতে রেশমা তার ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সালাম বাড়িতে এসে সন্তানেদের অন্য ঘরে রেখে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
এ বিষয়ে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সালাম তার স্ত্রী প্রায়ই মারামারি করত। গতকাল দিনগত রাতে সালাম ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোরে পাঠানো হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে।’